odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

জাতীয় নির্বাচন আয়োজনের উপযুক্ত পরিবেশ এখন দেশে: ইসি সচিব

odhikarpatra | প্রকাশিত: ২০ October ২০২৫ ২৩:৩৪

odhikarpatra
প্রকাশিত: ২০ October ২০২৫ ২৩:৩৪

ঢাকা | ২০ অক্টোবর ২০২৫, সোমবার

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, দেশে এখন জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নিরাপদ ও সহনীয় পরিবেশ বিদ্যমান। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে কমিশন আশাবাদী— নির্বাচনের স্বচ্ছতা, সুষ্ঠুতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সচিব বলেন,

“দেশে নির্বাচন আয়োজনের মতো পরিবেশ অবশ্যই রয়েছে। এই পরিবেশকে আরও সুসংহত করতে কমিশন ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে।”

তিনি জানান, নির্বাচনকালীন সময়ে দেড় লাখ পুলিশ সদস্য, এক লাখ সেনা সদস্য ও প্রায় ছয় লাখ আনসার মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় ড্রোন, বডি ক্যামেরা ও সিসিটিভি মনিটরিং ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।

অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে আখতার আহমেদ বলেন,

“আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে অবৈধ অস্ত্রের ৮৫ শতাংশ উদ্ধার করেছে। বাকিটুকু নির্বাচনের আগেই উদ্ধার করা হবে।”

তিনি আরও জানান, ভোটকেন্দ্র, ভোটগ্রহণ কর্মকর্তা, বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, আনসার, বর্ডার গার্ডসহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সচিব বলেন,

“আমাদের লক্ষ্য একটাই— একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা।”

সভায় অংশ নেন:

  • প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
  • মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)
  • সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রতিনিধি
  • র‌্যাব, সিআইডি, এনটিএমসি, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা

 



আপনার মূল্যবান মতামত দিন: