odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

ঢাকায় ড. ইউনূস–ডাচ ভাইস মিনিস্টার বৈঠক: নির্বাচন, বিনিয়োগ, শ্রম সংস্কার নিয়ে বড় বার্তা

odhikarpatra | প্রকাশিত: ১৮ November ২০২৫ ২২:২৮

odhikarpatra
প্রকাশিত: ১৮ November ২০২৫ ২২:২৮

নিউজ রিপোর্ট | আন্তর্জাতিক ডেস্ক

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল গ্রোটেনহুইস মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে কৃষি, বাণিজ্য, প্রযুক্তি, যুব উন্নয়ন, নারী-তরুণ উদ্যোক্তা এবং সামাজিক ব্যবসা তহবিল গঠনের নতুন সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হয়।


বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচন নিয়ে আলোচনা

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন,
ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজন করা হবে।
► নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না এবং তাদের নিবন্ধন স্থগিত রয়েছে।
► অতীতের ‘কারচুপির নির্বাচনে’ ভোট দিতে না পারা রেকর্ডসংখ্যক নতুন ভোটার এবার প্রথমবার ভোট দেবেন

তিনি আরও বলেন,
“যে তরুণেরা গণঅভ্যুত্থানের সময় রাস্তায় দেয়ালে গ্রাফিতি এঁকেছিল, এবার তারাই ভোটকেন্দ্রে লাইনে দাঁড়াবে—এটাই আমাদের ঐতিহাসিক মুহূর্ত।


ডাচ ভাইস মিনিস্টারের প্রশংসা ও বিনিয়োগ বার্তা

পাসকাল গ্রোটেনহুইস বলেন—
► অল্প সময়ে নির্বাচন প্রস্তুতি নেওয়ার পরও বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে
► সাম্প্রতিক শ্রম আইন সংস্কার নেদারল্যান্ডস ও ইউরোপের নতুন বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
► নেদারল্যান্ডস খুব শিগগিরই পিপিপি (PPP) বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) সই করার পরিকল্পনায় রয়েছে।

তিনি আরও জানান—
► গত ৫০ বছর ধরে দুই দেশ উন্নয়ন সহযোগী; এখন লক্ষ্য সমতা-ভিত্তিক রাজনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ অংশীদারত্ব
► এত দিন যারা বাংলাদেশ থেকে পণ্য আমদানি করেছে, ডাচ কোম্পানিগুলো এখন সরাসরি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী


 

এই প্রতিবেদনে ঢাকা সফরে ডাচ ভাইস মিনিস্টার ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠকে নির্বাচন প্রস্তুতি, শ্রম আইন সংস্কার, ডাচ বিনিয়োগ, PPP চুক্তি এবং বাংলাদেশ-নেদারল্যান্ডস অংশীদারত্বের অগ্রগতি তুলে ধরা হয়েছে।ো



আপনার মূল্যবান মতামত দিন: