odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫
গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী

গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত | রাজশাহী সিএনবি কসাইপাড়া মোড়ে সড়ক দুর্ঘটনা

odhikarpatra | প্রকাশিত: ২৬ November ২০২৫ ১৮:৩১

odhikarpatra
প্রকাশিত: ২৬ November ২০২৫ ১৮:৩১

ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় আব্দুল করিম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত করিম উপজেলার মহিশালবাড়ী আলিপুর গ্রামের বাসিন্দা এবং মো. তাজিমুলের ছেলে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিএনবি কসাইপাড়া মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল করিম মোটরসাইকেলযোগে গোদাগাড়ী বাজার থেকে সিএনবি এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কসাইপাড়া মোড়ে পৌঁছালে রাজশাহী দিক থেকে আসা বেপরোয়া গতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, সড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং ও লাইটবিহীন ভারী যানবাহনের কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। সন্ধ্যার পর যানবাহনের বেপরোয়া চলাচল স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি করেছে।

গোদাগাড়ী মডেল থানার তদন্ত ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘাতক ট্রাকটি শনাক্তে কাজ চলছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


রিপোর্টার:

মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী, রাজশাহী জেলা প্রতিনিধি



আপনার মূল্যবান মতামত দিন: