odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের স্পষ্ট বার্তা: ভারত ফেরত না দিলে শেখ হাসিনাকে প্রত্যর্পণ কঠিন

শেখ হাসিনাকে প্রত্যর্পণ: ভারত রাজি না হলে করণীয় কম; র‍্যাব-ডিজিএফআই বিলুপ্তির সুপারিশ মানা সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

odhikarpatra | প্রকাশিত: ১১ December ২০২৫ ১৩:৪৩

odhikarpatra
প্রকাশিত: ১১ December ২০২৫ ১৩:৪৩

ঢাকা, অধিকারপত্র ডটকম: দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি স্পষ্ট করেছেন, নয়াদিল্লি রাজি না হলে এ বিষয়ে বাংলাদেশের হাতে বিশেষ কোনো উপায় থাকবে না।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন।


> "শেখ হাসিনার প্রত্যর্পণ নয়াদিল্লির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে। ভারত রাজি না হলে করণীয় তেমন কিছু আসলে নেই। আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি, এইটুকুই।"


 মো. তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা

সম্ভাব্য তৃতীয় দেশে শেখ হাসিনার পুনর্বাসন সংক্রান্ত খবরের বিষয়ে তিনি বলেন, "শুনেছি আপনারা যে রকম শুনেছেন। এটার বিষয়ে বাংলাদেশের কিছু করার নাই। আমরা চাই উনি ফেরত আসুক।"
ডিজিএফআই ও র‍্যাব বিলুপ্তি প্রসঙ্গে
জাতিসংঘের

মানবাধিকারবিষয়ক কার‍্যালয় থেকে দেওয়া ৪০টি সুপারিশের মধ্যে র‍্যাব (RAB) ও ডিজিএফআই (DGFI) বিলুপ্ত করার কথা বলা হয়েছিল। অন্তর্বর্তী সরকার এই সুপারিশ মানবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কঠোর অবস্থান ব্যক্ত করেন।


ডিজিএফআইয়ের মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রতিটি দেশে আছে। এটা তারা বললেই তো হবে না। ৪০টি সুপারিশ দিয়েছে তারা, যেগুলো আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে গ্রহণযোগ্য মনে হবে, সেগুলো করবে তারা। সবই যে করা যাবে, এমন কোনো কথা নেই।"


 মো. তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা

র‍্যাবের সংস্কারে জোর: র‍্যাব প্রসঙ্গে তিনি স্বীকার করেন যে গত ১৫ বছরে প্রতিষ্ঠানটিকে 'ধ্বংস' করা হয়েছে, তবে বর্তমান সরকারের অধীনে তাদের কাজের বিপুল পরিবর্তন হয়েছে। তিনি বলেন, "এখন আমরা চাই, তারা যদি কাজ করে দেশের স্বার্থে, তাহলে তো আমার প্রতিষ্ঠান নষ্ট করার প্রয়োজন নেই।"


নতুন নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই
মানবাধিকার লঙ্ঘনের দায়ে বাংলাদেশের ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, "মানবাধিকার লঙ্ঘনে নতুন করে নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। র‍্যাবের কাজে স্পষ্টতই অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা সবাই স্বীকার করে।"


তিনি আরও বলেন, "বর্তমান সরকারের প্রচেষ্টার কোনো অভাব নেই—কারও যেন মানবাধিকার এভাবে লঙ্ঘিত না হয়, যেন ভুল না হয়, সেখানে আমাদের শতভাগ প্রতিশ্রুতি আছে।"



আপনার মূল্যবান মতামত দিন: