odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫
লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি: ইসি সচিব আখতার আহমেদ; ৩০০ আসনে তফসিল ঘোষণা, পোস্টাল ব্যালটে অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ

নির্বাচন কমিশন সচিবের ঘোষণা: লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসি কঠোর; রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা জরুরি

odhikarpatra | প্রকাশিত: ১১ December ২০২৫ ২০:৩৭

odhikarpatra
প্রকাশিত: ১১ December ২০২৫ ২০:৩৭

১১ ডিসেম্বর ২০২৫

ঢাকা, অধিকারপত্র ডটকম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্পষ্ট করে বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কমিশন সবদিক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, এর মাধ্যমে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর অভিযোগ করার সুযোগ থাকবে না।


আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিব এসব কথা বলেন।


 "লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল দিক বিবেচনায় কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ... কেউ আইন না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
— আখতার আহমেদ, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব


তফসিল ও আইনি জটিলতা নিরসন
এক প্রশ্নের জবাবে ইসি সচিব নিশ্চিত করেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩০০ আসনেই তফসিল ঘোষণা করা হবে। গাজীপুর ও বাগেরহাট সংক্রান্ত যে বিষয়গুলো বর্তমানে আদালতে রয়েছে, সেগুলোর নিষ্পত্তির জন্য ইসি কাজ করছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন ২৪ ঘণ্টার মধ্যেই সম্পন্ন করা হবে এবং এই কারণে তফসিল ঘোষণায় কোনো বাধা সৃষ্টি হবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনের বিভিন্ন পরিপত্র জারি করা হবে, যা ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে।
পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ


ইসি সচিব আরও জানান, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।


* অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখনই অ্যাপটি ডাউনলোড করতে পারলেও, আইফোন ব্যবহারকারীদের জন্য অনুমোদনের প্রক্রিয়া চলছে। তবে আশা করা হচ্ছে, তফসিল ঘোষণার পর আইফোন ব্যবহারকারীরাও নিবন্ধন সুবিধা পাবেন।


* আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য নিবন্ধনের তারিখ ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।


বিদেশে থাকা ভোটারদের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, পোস্টাল ব্যালটে নিবন্ধনের প্রাথমিক লক্ষ্য ছিল ১০ লাখ ভোটার। এর মধ্যে প্রবাস থেকে এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ৫০৫ জন ভোটার নিবন্ধন করেছেন। তিনি আরও জানান, যদি নিবন্ধন সংখ্যা ১০ লাখ অতিক্রম করে, তবে অতিরিক্ত আরও ১০ লাখ নিবন্ধনের সুযোগ খুলে দেওয়া হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: