ইসরায়েলের ডানপন্থি টিভি চ্যানেল চ্যানেল ১৪-এর এক সাম্প্রতিক সম্প্রচারে ভয়াবহ শীতকালীন ঝড় ও বন্যায় বিধ্বস্ত গাজা উপত্যকা নিয়ে প্রকাশ্যে ‘উল্লাস’ করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা এমনকি আশা প্রকাশ করেছেন, বন্যা যেন পুরো গাজাকে “ডুবিয়ে ফেলে” এবং “মানুষ বেঁচে থাকল কি না তাতে কিছু যায় আসে না।”ম
- গাজায় চলমান শীতকালীন ঝড়ে ব্যাপক বন্যা ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
- চ্যানেল ১৪–এর আলোচনায় উপস্থাপক ও অতিথিরা এ পরিস্থিতিকে উপহাস করেন।
- তাদের মন্তব্যে উঠে আসে, গাজা “ডুবে গেলে ভালো হয়”—এমন অমানবিক বক্তব্য।
- মন্তব্যগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও নিন্দার জন্ম দিয়েছে।
- মানবাধিকার সংগঠনগুলো এটিকে “অমানবিক ও যুদ্ধোন্মাদ মনোভাবের চরম উদাহরণ” বলে আখ্যা দিয়েছে।
কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য
মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে—গাজার মতো অবরুদ্ধ অঞ্চলের মানুষের ওপর এমন দুর্যোগ নিয়ে উপহাস করা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড লঙ্ঘন করে।
ইসরায়েলি শান্তিকর্মীদের একাংশ বলছেন, এ ধরনের ভাষ্য পরিস্থিতিকে আরও ঘৃণা ও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
ইসরায়েলি টিভিতে গাজাকে ‘ডুবে মরার’ কামনা! বন্যা দুর্যোগ নিয়ে খোলামেলা উল্লাসে তোলপাড়

আপনার মূল্যবান মতামত দিন: