আপডেট ১২ ডিসেম্বর
ঢাকা | ১১ ডিসেম্বর ২০২৫
সংশোধিত বিধিমালার সারসংক্ষেপ
নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশের ক্ষমতাবলে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫’-এ গুরুত্বপূর্ণ সংশোধনী প্রকাশ করেছে। নতুন সংশোধনীতে জনসভা আয়োজন, ব্যানার-বিলবোর্ড ব্যবহার, প্রচারণার সময় মাইক্রোফোন–লাউডস্পিকার ব্যবহারে কঠোর নিয়ম যুক্ত করা হয়েছে।
প্রধান সংশোধনীগুলো হলো—
- সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানের প্রকল্পসংক্রান্ত ঘোষণা বা ফলক উন্মোচন প্রার্থীরা “করিতে পারিবেন না”—এই শব্দচয়ন সংযোজন।
- প্রচারণা শুরুর আগেই রাজনৈতিক দল বা প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রচারণা কর্মসূচির প্রস্তাব জমা দিতে হবে।
- একই স্থানে একাধিক দলের কর্মসূচি থাকলে, কর্তৃপক্ষ সমন্বয়ের দায়িত্বে থাকবে।
- জনসভা করতে চাইলে অন্তত ২৪ ঘণ্টা আগে পুলিশকে স্থান ও সময় জানাতে হবে।
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ব্যানার-বিলবোর্ডের ওপর নিজের ব্যানার লাগানো নিষিদ্ধ, ক্ষতিসাধনও সম্পূর্ণ নিষিদ্ধ।
- একটি সংসদীয় আসনে মোট ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না।
- একক জনসভায় একজন প্রার্থী সর্বোচ্চ ৩টি মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করতে পারবেন। সাধারণ প্রচারণায় এই সীমা প্রযোজ্য নয়।
- সংশোধনী অবিলম্বে কার্যকর।
ইসি ও সংশ্লিষ্টদের বক্তব্য
নির্বাচন কমিশন জানিয়েছে, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সমতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই সংশোধনীগুলো অত্যন্ত জরুরি। বিশেষ করে একই এলাকায় প্রচারণা সংঘর্ষ, ব্যানার-বিলবোর্ডে প্রতিযোগিতা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন বিধিগুলো কার্যকর ভূমিকা রাখবে।
#নির্বাচনেনতুনকড়াকড়ি! #জনসভা, #ব্যানারবিলবোর্ডেবড়পরিবর্তন, #মাত্র২০টিবিলবোর্ডেরঅনুমতি

আপনার মূল্যবান মতামত দিন: