অধিকারপত্র.কম
ঢাকা | ১৪ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকের পটভূমি
ইসি সূত্র জানায়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার পর নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর প্রস্তুতি ও সমন্বয় জোরদার করতেই এ সভার আয়োজন করা হয়েছে।
কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বক্তব্য/উপস্থিতি
নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে—
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
- সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার
- বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)
- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
- আনসার ও ভিডিপি’র মহাপরিচালক
- ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার
ইসি আশা করছে, সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বিত পদক্ষেপের মাধ্যমে নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

আপনার মূল্যবান মতামত দিন: