অধিকারপত্র.কম
ডিসেম্বর ২০২৫
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচাল বা বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে প্রতিহত করবে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে চোরাগোপ্তা হামলা, নাশকতা ও গুজব ছড়ানোর চেষ্টা চলছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো নিয়েও বিশেষ নজরদারি চলছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপের সুযোগ নিয়ে যাতে সন্ত্রাসীরা ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বন্ধুর ছদ্মবেশে অনুপ্রবেশকারী নাশকতাকারীদের বিষয়ে রাজনৈতিক কর্মী ও মাঠপর্যায়ের নেতাদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:
ইসি সানাউল্লাহ বলেন,
“নির্বাচন নিয়ে কমিশনের অবস্থান একেবারে পরিষ্কার। কোনো শঙ্কা নেই, সময়মতোই নির্বাচন হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে যতটুকু প্রয়োজন, সেখানে ততটুকুই কঠোর থাকবে।”
তিনি জানান, ‘ডেভিল হান্ট’ অভিযানের দ্বিতীয় ধাপ পুনরায় শুরু হয়েছে এবং গোয়েন্দা তথ্যের সমন্বয় আরও জোরদার করা হচ্ছে। সীমান্ত এলাকা, দক্ষিণ-পূর্বাঞ্চল ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোর পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বাংলাদেশ নির্বাচন ২০২৫ নির্বাচন নিরাপত্তা ডেভিল হান্ট অভিযান ইসি সানাউল্লাহ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আপনার মূল্যবান মতামত দিন: