অধিকারপত্র ডটকম :নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর জিগাতলার একটি নারী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়ক জান্নাতারা রুমীর (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে রহস্য। পুলিশ একে আত্মহত্যা বললেও দলীয় নেতারা একে 'পরিকল্পিত খুন' বলে দাবি করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জান্নাতারা ওই হোস্টেলে একা থাকতেন। সকালে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিলে তার মরদেহ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হাজারীবাগ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, কক্ষ থেকে বিষণ্নতাবিরোধী কিছু ওষুধ পাওয়া গেছে।
প্রাথমিক তদন্তে পারিবারিক অশান্তি ও দুটি বিবাহবিচ্ছেদের কারণে তিনি বিষণ্নতা থেকে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদনেও গলায় দাগ ছাড়া অন্য কোনো আঘাতের চিহ্ন মেলেনি।
তবে এনসিপির কেন্দ্রীয় নেতারা এই আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ। দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা অভিযোগ করেছেন, গত মাসে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের এক নারীকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন জান্নাতারা।
এরপর থেকেই আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে তাকে 'হিট লিস্টে' রাখা এবং নিয়মিত ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এনসিপি নেত্রী সামান্তা শারমিন বলেন, "সাইবার বুলিং ও ক্রমাগত হুমকির মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, এর দায় রাষ্ট্রকে নিতে হবে।"
জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলার বাসিন্দা এবং দুই সন্তানের জননী ছিলেন। সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল মর্গ। রাজনৈতিক সংবাদ আওয়ামী লীগ হুমকি সাইবার বুলিং জিগাতলা হোস্টেল এনসিপি নেত্রী লাশ উদ্ধার নাগরিক পার্টি জান্নাতারা রুমী

আপনার মূল্যবান মতামত দিন: