বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
সংবাদ প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ চলছে। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ আশপাশের একাধিক মসজিদ থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিক্ষোভকারীরা শাহবাগে জড়ো হন।
শাহবাগে আয়োজিত এই কর্মসূচিকে অংশগ্রহণকারীরা ‘আগ্রাসনবিরোধী সমাবেশ’ বলে উল্লেখ করেন। কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই সাধারণ মানুষ, ইসলামপন্থি কয়েকটি সংগঠন ও সাবেক ডাকসু নেতারা এতে অংশ নেন। এসময় তারা শাহবাগকে ‘হাদি চত্বর’ ঘোষণা করেন এবং ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের পর জনগণ ঘরে ফিরে গেছে—এমনটি ভাবার সুযোগ নেই। বিচার প্রক্রিয়ার রূপরেখা স্পষ্ট না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন। বক্তৃতায় আরও দাবি করা হয়, সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, তার বাস্তবায়ন হয়নি এবং ‘জুলাই যোদ্ধাদের’ টার্গেট করা হচ্ছে, যার প্রথম শিকার ওসমান হাদি।
এদিকে রাজধানীর বাইরে গাজীপুর ও সিলেটেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুরে জুমার নামাজের পর বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মব সন্ত্রাসের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। তিনি বলেন, “মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে। সংকটময় পরিস্থিতিকে কাজে লাগাতে যারা অপেক্ষা করে, তারা এই দেশের শত্রু।”
একইসাথে ‘নাগরিক সমাজ’ নামে একটি সামাজিক প্ল্যাটফর্ম স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। তারা অভিযোগ করে বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতে পারেননি।
নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন বলেন, “যেসব জায়গায় হামলা হয়েছে, সেগুলো বুদ্ধিচর্চার কেন্দ্র। এসব হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা সরকারকে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
এদিকে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছানোর পর ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। মরদেহ আনার সময় বিক্ষোভকারীদের বিমানবন্দর থেকে শাহবাগ পর্যন্ত সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টার
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ওসমান হাদি হত্যার প্রতিবাদে উত্তাল দেশ: শাহবাগে গণসমাবেশ, রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ
#OsmanHadi #ওসমান_হাদি #ShahbaghProtest #শাহবাগ #হত্যার_বিচার #MobViolence #বাংলাদেশ_সংবাদ #OdhikarPatra #BreakingNewsBD

আপনার মূল্যবান মতামত দিন: