odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 20th December 2025, ২০th December ২০২৫

ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা | সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ বন্ধ

odhikarpatra | প্রকাশিত: ২০ December ২০২৫ ০২:২৮

odhikarpatra
প্রকাশিত: ২০ December ২০২৫ ০২:২৮

প্রতিবেদন প্রকাশের তারিখ: ২০ ডিসেম্বর, ২০২৫
 "অধিকারপত্র ডটকম" 


নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিতর্কিত সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক পেজটি বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকে তাঁর প্রায় ২২ লাখ অনুসারীর এই ভেরিফায়েড পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।


ঘটনার প্রেক্ষাপট: ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। গত বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর পর সাংবাদিক ইলিয়াস হোসেন তাঁর ফেসবুক পেজে একের পর এক অত্যন্ত সংবেদনশীল ও উস্কানিমূলক স্ট্যাটাস দেন বলে অভিযোগ ওঠে।


সহিংসতা ও উস্কানি: ইলিয়াসের দেওয়া সেসব স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পরেই রাজধানীর কারওয়ান বাজারে দেশের শীর্ষস্থানীয় দুই জাতীয় দৈনিক ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

এছাড়া ধানমন্ডিতে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচীর কার্যালয়েও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, তাঁর অনলাইন কর্মকাণ্ড এই জনরোষ উস্কে দিতে বড় ভূমিকা পালন করেছে।


মেটা-র পদক্ষেপ: ফেসবুকের নীতি অনুযায়ী, দাঙ্গা বা সহিংসতা উস্কে দিতে পারে এমন কনটেন্ট প্রচার করায় ইলিয়াস হোসেনের পেজটির বিরুদ্ধে গণ-রিপোর্ট (Mass Report) জমা পড়ে। এরপর শুক্রবার রাতে মেটা কর্তৃপক্ষ পেজটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলে। বর্তমানে সার্চ দিয়েও তাঁর পেজটি পাওয়া যাচ্ছে না।


তবে পেজটি স্থায়ীভাবে মুছে ফেলা হয়েছে নাকি সাময়িকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে, সে বিষয়ে মেটা কিংবা ইলিয়াস হোসেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

উস্কানিমূলক স্ট্যাটাসের জের? ২২ লাখ ফলোয়ারসহ সাংবাদিক ইলিয়াস হোসেনের পেজ উধাও!

#EliasHossain #FacebookPageRemoved #Meta #BangladeshNews #SharifOsmanHadi #ProthomAlo #DailyStar #SocialMediaUnrest #InqilabMancha #BreakingNews #ইলিয়াস_হোসেন #ফেসবুক_পেজ_বন্ধ #বাংলাদেশ_নিউজ #অধিকারপত্র_ডটকম



আপনার মূল্যবান মতামত দিন: