odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

লিবিয়ায় সহিংসতা বৃদ্ধিতে জাতিসংঘ মহাসচিবের নিন্দা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ September ২০১৮ ১৭:১১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ September ২০১৮ ১৭:১১

 

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস শনিবার লিবিয়ায় জাতিসংঘের মধ্যস্থতায় যে অস্ত্রবিরতি চুক্তি হয়েছিল তার ভিত্তিতে দেশটিতে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে লিবিয়ায় বিদ্রোহী সৈন্যদের মধ্যে সংঘর্ষে পাঁচ দিনে ৩৯ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছে। সোমবার ত্রিপোলির দক্ষিণাঞ্চল সুবারবর্সে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
গুতেরেসের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘মহাসচিব লিবিয়ার রাজধানী ও এর আশপাশে ক্রমবর্ধমান সহিংসতা বৃদ্ধি, বিশেষত সশস্ত্র গোষ্ঠীগুলোর নির্বিচারে গোলা বর্ষণে শিশুসহ বেসামরিক মানুষের মৃত্যুতে নিন্দা জানিয়েছেন।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘মহাসচিব জাতিসংঘ ও মীমাংসা কমিটির মধ্যস্থতায় স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তির আওতায় অবিলম্বে বৈরীতা ও সংঘর্ষ এড়াতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।’
এক যৌথ বিবৃতিতে ব্রিটেন, ফ্রান্স, ইতালি ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, যারা লিবিয়ার ত্রিপোল বা অন্য স্থানের নিরাপত্তা বিঘিœত করছে তাদেরকে সতর্ক করা হচ্ছে এইসব কর্মকা-ের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে



আপনার মূল্যবান মতামত দিন: