odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড কলকাতায়

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ October ২০১৮ ১৭:৫৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ October ২০১৮ ১৭:৫৩

 

 

ভারতের পূর্বাঞ্চলীয় কলকাতা শহরে অনেক পুরনো ও বড়ো একটি সরকারি হাসপাতালে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। তবে এতে প্রানহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে। খবর সিনহুয়ার।
হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, “বুধবার সকালের দিকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফার্মেসি থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা দ্রুতই হাসপাতালের একটি ভবনে ছড়িয়ে পড়ে। হাসপাতালে থাকা প্রায় ২৫০ রোগিকে দ্রুতই নিরাপদে অন্যত্র সরিয়ে নেয় উদ্ধারকর্মীরা। ফলে কেউ হতাহত হয় নি।”
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: