odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫

জঙ্গীবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় মুসলিম দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান-(আইসেসেকো) তে শিক্ষামন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ October ২০১৮ ২০:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ October ২০১৮ ২০:০০

অধিকারপত্র ডেক্স: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্ব জঙ্গীবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্য মুসলিম দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী আজ মরক্কোতে আইসেসকো’র সদরদপ্তর রাবাতে ইসলামিক এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অরগানাইজেশন (আইসেসেকো)’র দু’দিনব্যাপী ১৩তম সেসনের উদ্বোধনী দিনে বক্তৃতায় এ আহ্বান জানান। তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
নুরুল ইসলাম নাহিদ তার বক্তৃতায় মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
মায়ানমার থেকে আসা ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ায় বিশ্ব নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন এ কথা উল্লেখ করে তিনি এসব রোহিঙ্গাকে যথাশীঘ্র তাদের নিজ দেশে প্রত্যাবর্তনে মায়ানমারের ওপর অধিকতর চাপ অব্যাহত রাখার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।
নির্ধারিত সময়ের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকারের উল্লেখযোগ্য কর্মকান্ডের কথা তুলে ধরে তিনি বলেন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতি ও উন্নতি হয়েছে।
দু’দিনব্যাপী এ সম্মেলনে আইসেসকোভুক্ত ৫৪টি রাষ্ট্রের মন্ত্রী ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্ লায়লা সুলতানা এবং বাংলাদেশ ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মনজুর হোসেন যোগ দেন।



আপনার মূল্যবান মতামত দিন: