odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

আকাশে ভারতের সব থেকে শক্তিশালী কৃত্রিম যোগাযোগ উপগ্রহ ‘জি স্যাট-১১’ উৎক্ষেপণ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ December ২০১৮ ২১:১৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ December ২০১৮ ২১:১৮

ভারতীয় স্পেস রির্সাচ অর্গানাইজেশন (আইএসআরও) ফ্রেঞ্চ গায়ানার ফরাসি উৎক্ষেপণ কেন্দ্র স্পেসপোর্ট থেকে ‘‘জি স্যাট-১১” নামের পরবর্তী প্রজন্মের যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে।
ভারতীয় সময় রাত দুটো বেজে সাত মিনিটে এই উৎক্ষেপণ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।
এই কৃত্রিম উপগ্রহের ওজন ৫,৮৫৪ কেজি।
ইসরো প্রধান কে শিভান জানিয়েছেন, ‘‘জি স্যাট-১১ হল পরবর্তী প্রজন্মের যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট। সারা ভারতে ব্রডব্যান্ড পরিসেবার উন্নতিতে এই স্যাটেলাইটের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। নতুন প্রজন্মের বিভিন্ন পরিসেবা এই স্যাটেলাইটের মাধ্যমে পাবে দেশের মানুষ।’’
জি স্যাট-১১, বানাতে খরচ হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। তার জীবনকাল পনেরো বছর, এমনটাই জানাচ্ছে ইসরো। ৫,৮৫৪ কিলোগ্রাম ওজনের কৃত্রিম উপগ্রহ পাঠানোর ক্ষমতা এই মুহূর্তে ভারতের উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে নেই। সেই কারণে ভাড়া করা হয়েছিল ফরাসি উৎক্ষেপণ কেন্দ্রটি, সংবাদ সংস্থাকে এমনটাই জানানো হয়েছে ইসরোর পক্ষ থেকে।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: