odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

ড. কামালের গাড়িতে হামলার তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ December ২০১৮ ১৫:০৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ December ২০১৮ ১৫:০৪

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের গাড়িতে হামলার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এটা নিয়ে একটা জিডি হয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিজয়ের পতাকা’ নামের এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ড. কামাল হোসেন দুটো আসন পাওয়ার জন্য বিএনপি-জামায়াতের সঙ্গ নিয়েছে। খুনি-রাজাকারদের সঙ্গে হাত মিলিয়েছে, এটা লজ্জাজনক ব্যাপার। সাংবাদিকদের সঙ্গে মিরপুরে ড. কামাল হোসেনের যে ঘটনা ঘটেছে, সেটা মোটেও কাম্য নয়। আমি মনে করি, সাংবাদিকেদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা ষড়যন্ত্রের অংশ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে বেরিয়ে যাওয়ার পর ড. কামাল হোসেনের গাড়িতে হামলা হয়নি, তার দুটি গাড়ির গ্লাস ভেঙে গেছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। ওই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, বিএনপির কোনও নেতাকর্মীকে নতুন করে কোনও মামলায় গ্রেপ্তার করা হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করছে। তাদের অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। পুলিশ সেসব তদন্ত করেই ব্যবস্থা নিচ্ছে৷

এর আগে ১৪ ডিসেম্বর শুক্রবার জাতীয় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে ফেরার সময় ড. কামাল হোসেনের গাড়িতে হামলার ঘটনা ঘটে।



আপনার মূল্যবান মতামত দিন: