odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, আহত ১০

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ December ২০১৮ ০৯:৩৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ December ২০১৮ ০৯:৩৩

যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অবস্থানরত হোটেল এবং গাড়িতে ব্যাপক ভাংচুর চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। হামলায় গণমাধ্যমের প্রায় ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।

সোমবার রাজধানীর নবাবগঞ্জ উপজেলার কলাকোপা শামীম গেস্ট হাউসের সামনে রাত সাড়ে ১০টার দিকে এ হামলা হয় বলে জানা যায়।

হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক সুশান্ত সিনহা। এছাড়া ঘটনার পর থেকে যুগান্তরের ধামরাই প্রতিনিধি শামীম খান নিখোঁজ রয়েছেন। আর দুর্বৃত্তরা গণমাধ্যমকর্মীদের বহনকারী ১৬টি গাড়ি ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ প্রসঙ্গে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আজহারুল হক জানান, বিকেলে যমুনা টিভি ও যুগান্তর পত্রিকার প্রায় ৩০ জন সাংবাদিক নবাবগঞ্জে আসেন। তারা উপজেলার কলাকোপা এলাকায় শামীম গেস্ট হাউস ভাড়া নেন। সেখানে অবস্থানকালে রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা গেস্ট হাউসের সামনে থাকা প্রায় ১৬টি গাড়ি ভাংচুর করে।

তিনি বলেন, গাড়ি ভাংচুরের শব্দ পেয়ে কয়েকজন সাংবাদিক নিচে নেমে আসলে তাদেরকে মারধর করে সন্ত্রাসীরা। আর ঘটনার পর থেকে ধামরাই এলাকার যুগান্তরের সাংবাদিক শামীম খানকে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, ঘটনাস্থলে অবস্থান করছি। কে-বা কারা কয়েকটি গাড়ি ভাংচুর করেছ, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: