odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 20th December 2025, ২০th December ২০২৫

দৈনন্দিন যৌনতা মানুষকে চিন্তামুক্ত রাখে আর তাই মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে

gazi anwar | প্রকাশিত: ১৬ January ২০১৯ ০৫:৪৬

gazi anwar
প্রকাশিত: ১৬ January ২০১৯ ০৫:৪৬

যৌনতা কেবল সাময়িক আনন্দের চাবিকাঠিই নয়, এই সুখে আছে আরো বহু ভালো গুণ। আগেই বৈজ্ঞানিক সমীক্ষা প্রমাণ করে দিয়েছে দৈনন্দিন যৌনতা এবং সঙ্গম শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। মানুষের মনমেজাজ ভাল রাখার ক্ষেত্রেও যৌনতার প্রভাব রয়েছে।

সম্প্রতি এক সমীক্ষা দৈনিক সঙ্গমের গুণাবলীতে জুড়েছে এক নতুন পালক। গবেষকরা জানিয়েছেন যৌনসঙ্গম নারীদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে।

ওই সমীক্ষায় ৭৮ জন নারীর উপর এই সমীক্ষা চালানো হয়। তাদের বিভিন্ন নাম, শব্দ এবং মানুষের মুখের ছবি দেখানো হয়। দেখা গেছে ৩০ জন নারী যারা দৈনন্দিন যৌন সঙ্গমে যুক্ত হন তাদের মনে রাখার ক্ষমতা অনেক বেশি। অন্যান্য নারীদের তুলনায় নাম এবং অচেনা শব্দ তারা বেশি ভাল মনে রাখতে সক্ষম হয়েছেন।

গবেষকরা জানিয়েছেন, দৈনন্দিন যৌনতা মানুষকে চিন্তামুক্ত রাখে আর তাই মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে।



আপনার মূল্যবান মতামত দিন: