odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫
বাংলাদেশ বিমান ছিনতাই

ছিনতাই কারী নিহতের আশংকা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ February ২০১৯ ২১:০১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ February ২০১৯ ২১:০১

আজ রোববার বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ মডেলের ময়ূরপঙ্খী উড়োজাহাজটি ১৪২ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। এই ঘটনায় সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা গেছে বলে জানান বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মিরাজ।

ঘটনার পরপরই বিমানটিকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপরে সফল অভিযানের মাধ্যমে আটক করা হয় যাত্রীবেশে ছিনতাইয়ের চেষ্টায় বিমানে থাকা ওই ব্যক্তিকে। তাৎক্ষনিকভাবে তার পরিচয় ও কেনো সে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেছিল, তা জানা যায়নি।

বিকেল সাড়ে চারটার দিকে উড়োজাহাজটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে। সেখান থেকে উড়োজাহাজটির দুবাই যাওয়ার কথা ছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দরে অবস্থান করে সেখানকার নিরাপত্তা জোরদার। 



আপনার মূল্যবান মতামত দিন: