odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

মোজাম্বিকে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

Akbar | প্রকাশিত: ১৯ March ২০১৯ ১১:৪০

Akbar
প্রকাশিত: ১৯ March ২০১৯ ১১:৪০

আন্তর্জাতিক ডেস্ক: মোজাম্বিকে শুক্রবার ঘূর্ণিঝড় ইদাইয়ের তাণ্ডবে নিহতের সংখ্যা এক হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপে নিয়ুসি।

সোমবার হেলিকপ্টারযোগে ক্ষতিগ্রস্ত কিছু এলাকা পরিদর্শনের সময় দেশটির পুংওয়ে ও বুসি নদীতে মৃতদেহ ভাসতে দেখেন তিনি।

এসব মৃতদেহ দেখে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। খবর দ্য গার্ডিয়ানের।

মোজাম্বিকে ইদাইয়ের আঘাতে ইতিমধ্যে ২১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেক মানুষ।

সরকারি, বিভিন্ন সংস্থা ও রেডক্রসের মতে এ ঘূর্ণিঝড়ে অন্তত ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে হতাহতদের প্রকৃত তথ্য এ মুহূতে বলা যাচ্ছে না। কারণ এ ঘটনার পর বেশিরভাগ অঞ্চলের সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দেশটির পরিবেশবিষয়ক মন্ত্রী বলেন, আমার মতে মোজাম্বিকে এর আগে এ ধরনের বড় দুর্যোগের শিকার হয়নি।

ঘূর্ণিঝড় ইদাই সমুদ্র থেকে উঠে এসে ১৭৭ কিমি/ঘণ্টা বাতাসের গতিবেগ নিয়ে মোজাম্বিকের বন্দর শহর বেইরার নিকটবর্তী স্থলভাগে আঘাত হানে। খবর বিবিসির।

ঘূর্ণিঝড়টির তাণ্ডবে মোজাম্বিকের প্রতিবেশী জিম্বাবুয়ের পূর্ব ও দক্ষিণাঞ্চলে অন্তত ৯৮ জন নিহত ও ২১৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।

ইদার তাণ্ডব ছড়িয়েছে মোজাম্বিকের আরেক প্রতিবেশী দেশ মালাউয়িওতে। ঘূর্ণিঝড়টির স্থলে আঘাত হানার আগে ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখানে অন্তত ১২২ জনের মৃত্যু হয়েছে বলে রিলিফওয়েবের প্রতিবেদনে বলা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: