odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

মন্ত্রীরা উপহার হিসেবে ফুল নিতে পারবেন

Akbar | প্রকাশিত: ২৩ March ২০১৯ ১০:২৫

Akbar
প্রকাশিত: ২৩ March ২০১৯ ১০:২৫

ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, তার মন্ত্রীরা উপহার হিসেবে কেবল ফুল নিতে পারবেন।তিন দিনের সফরে পাকিস্তানে অবস্থান করা মাহাথির শুক্রবার ইসলামাবাদের এক বিনিয়োগ সম্মেলনে বলেন, আমরা জাপান ও কোরীয় লোকদের কাছ থেকে শিক্ষা নিয়েছি এবং সেভাবেই কাজ চালিয়ে যাচ্ছি।-খবর নিউজ ইন্টারন্যাশনালের।

তিনি বলেন, আমরা দুর্নীতির বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। যেমনটি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন- আমাদের দেশগুলো দরিদ্র না, কিন্তু দুর্নীতি আমাদের গরিব বানিয়ে দেয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাহাথির ইসলামাবাদে পৌঁছালে তাকে লাল গালিচা শুভেচ্ছা জানানো হয়েছে। নুর খান বিমান ঘাঁটিতে তাকে উষ্ণ আভ্যর্থনা জানিয়েছেন ইমরান খান। এসময় তাকে গার্ড অব অনার দেয়া হয়।

শনিবার পাকিস্তান দিবস প্যারেডের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাহাথির মোহাম্মদ। দেশটির শীর্ষ ব্যবসায়ীসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তার সফরসঙ্গী হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: