odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় দোয়া ও আলোচনা সভা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১ April ২০১৯ ২১:৩৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১ April ২০১৯ ২১:৩৪

স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় দোয়া ও আলোচনা সভা করেছে আওয়ামী লীগ মালয়েশিয়া শাখা ও এর অঙ্গ সংগঠন। শনিবার রাত ৮টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ফাস্ট বিজনেস ইন হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
 
আলহাজ্ব মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা জসিম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না।   
 
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার পর  সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
 
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান কামাল, সহ সভাপতি দাতো আক্তার হোসেন, সহ সভাপতি কাইয়ুম সরকার, যুবলীগ নেতা, মনির দেওয়ান, যুবলীগ নেতা, জহিরুল ইসলাম জহির, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিএম বাবুল, শ্রমিকলীগের সহ সভাপতি শাহালম হাওলাদার, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম রায়হান কবির, স্বেচ্ছাসেবক লীগ নেতা  তারেকুজ্জামান মিতুল, শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক, জাকির হোসেন প্রমূখ।
    
এ সময় উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,  শ্রমিকলীগ, ছাত্রলীগের সকল নেতাকর্মীসহ প্রবাসীরা।


আপনার মূল্যবান মতামত দিন: