odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

ট্রাম্পের শান্তি চুক্তি মানবে না ফিলিস্তিনিরা: হানিয়া

Akbar | প্রকাশিত: ২৮ April ২০১৯ ১৪:১৭

Akbar
প্রকাশিত: ২৮ April ২০১৯ ১৪:১৭

আন্তর্জাতিক,২৮ এপ্রিল(অধিকারপত্র): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন সংকট সমাধানের জন্য ‘শতাব্দির সেরা চুক্তি’নামে বিতর্কিত যে শান্তি চুক্তির প্রস্তাব করেছেন ফিলিস্তিনের জনগণ কখনো তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

গতকাল শনিবার গাজা শহরে হামাসের রাজনৈতিক শাখার জাতীয় সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন বলে খবর দিয়েছে ইরানি গণমাধ্যম পার্সটুডে।

হানিয়া বলেন, মার্কিন এই প্রকল্প ঠেকাতে হামাস তার সব ধরনের সম্ভাবনা ও সক্ষমতা দিয়ে চেষ্টা করবে। মার্কিন ষড়যন্ত্রের মুখে তিনি ফিলিস্তিনের সব সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান।

ইসমাইল হানিয়া বলেন, ‘যদি আন্তরিক প্রচেষ্টা ও ইচ্ছা থাকে তাহলে আমরা জাতীয় ঐক্য অর্জন ও ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারি। আমাদের জনগণ মাতৃভূমি রক্ষার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত। এখন প্রয়োজন দৃঢ়ভাবে ট্রাম্পের কথিত শতাব্দির সেরা চুক্তি রুখে দেয়া; এ জন্য যে ত্যাগ করা প্রয়োজন তা করতে হবে।’

হামাসের এ শীর্ষ নেতা আরো বলেন, ‘ফিলিস্তিনের জনগণই অধিকৃত ভূখণ্ডে থাকবে এবং পূর্ণাঙ্গ মুক্তি ও স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত জীবনবাজি রেখে লড়াই করবে।’

ইসমাইল হানিয়া সতর্ক করে বলেন, প্রস্তাবিত চুক্তির মাধ্যমে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিন ইস্যুকে হত্যা করতে চায়। তারা উদ্বাস্তু ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ফেরার অধিকার দিতে চায় না এবং গোলান মালভূমিকে ইসরাইলের অংশ বলে স্বীকৃতি দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: