odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

আঘাত হানতে পারে তীব্র ভূমিকম্প

Akbar | প্রকাশিত: ৩ May ২০১৯ ১২:১৫

Akbar
প্রকাশিত: ৩ May ২০১৯ ১২:১৫

আন্তর্জাতিক,০৩ মে(অধিকারপত্র): বিশ্বজুড়ে আঘাত হানতে পারে বেশ কয়েকটি প্রলয়ংকারী ভূমিকম্প। ভূমিকম্পের আঘাতে লন্ডভন্ড হয়ে যেতে পারে গোটা বিশ্ব। সম্প্রতি এমন সতর্কবার্তাই প্রদান করেছেন নেদারল্যান্ডস ভিত্তিক ভূমিকম্প বিশেষজ্ঞ ফ্র্যাঙ্ক হুগারবিটস।

‘নিউ এজ আর্থকোয়েক ফোরক্যাস্টিং’নামক এক ওয়েবসাইটে এই সতর্কতা প্রকাশ করেছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন- বৃহস্পতি, বুধ, শুক্র, নেপচুনের অবস্থানজনিত কারণে পৃথিবীতে তীব্র ভূমিকম্পের দেখা দিবে। মহাকর্ষীয় কারণেই এই একাধিক শক্তিশালী ভূমিকম্পের সৃষ্টি হবে। এই ভূমিকম্পগুলোর একেকটির মাত্রা ৭ থেকে ৮-এর বেশি হতে পারে।

তার মতে, এপ্রিলের শেষ থেকে এই অবস্থান পরিবর্তন শুরু হয়েছে। ৩ মে-র মধ্যে ভূমিকম্পনের আশঙ্কা রয়েছে।
ফ্র্যাঙ্ক হুগারবিটস দাবি করেন, তিন বছর পর্যবেক্ষণের পর তিনি এই রিপোর্ট পেশ করেছেন।

তবে, যদিও মার্কিন জিওলজিক্যল সার্ভে ‘ইউএসজিএস’-এর বিশেষজ্ঞদের মতে, হুগারবিটসের তত্ত্ব সঠিক নয়। ভূমিকম্পের এতটা সময় আগে থেকে এ সম্পর্কে কোনো তথ্য দেয়া বাস্তব সম্মত নয় বলে দাবি করেছেন তারা।

সূত্র: এক্সপ্রেস ইউকে



আপনার মূল্যবান মতামত দিন: