odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

স্বর্ণখনিতে পাথর ধসে গিনিতে ৪ জন নিহত

gazi anwar | প্রকাশিত: ২৯ July ২০১৯ ১৯:২১

gazi anwar
প্রকাশিত: ২৯ July ২০১৯ ১৯:২১

 

গিনির উত্তর-পূর্বাঞ্চলে একটি স্বর্ণখনিতে পাথর ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছে। এদের মধ্যে দুই বছর বয়সী কন্যা শিশু ও তার মা রয়েছে। রোববার স্থানীয় পুলিশ ও কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
কিন্তিনিয়ানের সরকারি কর্মকর্তা মামাদি মাগাসৌবা জানান, গিনির উত্তর-পূর্বাঞ্চলীয় সিগুইরির কিন্তিয়ানে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি এএফপি’কে বলেন, ‘একটি স্বর্ণ খনিতে পাথর ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছে।’
পুলিশ ও স্থানীয় রেডক্রসের প্রতিনিধি নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।
একই সূত্র জানায়, এ দুর্ঘটনায় আহত অপর দু’জনকে রাজধানী কোনাক্রির প্রায় ৬শ’ কিলোমিটার উত্তরের নগরী সিগুইরির হাসপাতালে নেয়া হয়েছে।
রেডক্রস কর্মকর্তা জানান, হতাহতরা স্বর্ণ খনিটিতে কাজ করছিল। প্রবল বর্ষণের কারণে পাথর ধসের ঝুঁকি থাকায় খনিটির ব্যবহার নিষিদ্ধ ছিল।



আপনার মূল্যবান মতামত দিন: