odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

ভারতে চিকিৎসা ভিসার শর্ত শিথিল

Admin 1 | প্রকাশিত: ১৮ April ২০১৭ ০৯:৪৫

Admin 1
প্রকাশিত: ১৮ April ২০১৭ ০৯:৪৫

বাংলাদেশের নাগরিকদের জন্য চিকিৎসা ভিসা প্রদানের শর্ত শিথিল করেছে ভারত। এখন থেকে রোগ নির্ণয়ের জন্য যাঁরা ভারতে যেতে চান, তাঁরাও চিকিৎসা ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আজ সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সে ক্ষেত্রে চিকিৎসা ভিসার জন্য আবেদনপত্রের সঙ্গে যেকোনো স্বীকৃত ভারতীয় হাসপাতাল অনুমোদিত সাক্ষাতের প্রমাণপত্র ও রোগটি সম্পর্কে উল্লেখ করে বাংলাদেশের চিকিৎসকদের রোগ নির্ণয়পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। চিকিৎসা ভিসা দেওয়ার ক্ষেত্রে অন্যান্য নিয়মকানুন ও শর্তগুলো অপরিবর্তিত থাকবে।
বর্তমানে চিকিৎসা ভিসার জন্য আবেদন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, গুলশান, ঢাকা এবং ঢাকার বাইরে সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সরাসরি গ্রহণ করা হচ্ছে। বিস্তারিত তথ্য www.ivacbd.com ওয়েবসাইটে পাওয়া যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের সময় দেশটির দেওয়া ঘোষণা অনুযায়ী এবং মানুষে মানুষে বন্ধন আরও জোরালো করার পদক্ষেপ হিসেবে চিকিৎসা ভিসা আবেদনের শর্ত শিথিল করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: