odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

লন্ডন বাংলা প্রেসক্লাব সদস্যদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৬ January ২০১৭ ০১:৪৮

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১৬ January ২০১৭ ০১:৪৮

বিলেতের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাবে এবার সর্বোচ্চসংখ্যক সংবাদকর্মী সদস্যপদ লাভ করেছেন। যারা সদস্য হওয়ার আবেদন করেছিলেন, তাদের মধ্য থেকে বাছাই করা নতুন সদস্যসহ সব সদস্যের নামের একটি তালিকা শুক্রবার সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনের দেয়ালে সেঁটে দেওয়া হয়।

এ সময় ক্লাবের নির্বাহী কমিটির সদস্য ছাড়াও বিপুলসংখ্যক নবীন-প্রবীণ সদস্য উপস্থিত ছিলেন। সব মিলিয়ে ক্লাবের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৩২২ জনে। ১৯৯৩ সালে প্রেসক্লাবটি প্রতিষ্ঠিত হয়। এবার নতুন সদস্যপদ লাভ করেছেন ১২৬ সংবাদকর্মী।  

প্রসঙ্গত, আগামী ২৯ জানুয়ারি রোববার সংগঠনের দ্বিবার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। কার্যকরী কমিটির ১৫ পদে নির্বাচনে অংশ নিতে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচার শুরু করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: