odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

বাংলাদেশ দূতাবাস জাপান প্রবাসী বাংলাদেশীদের যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ October ২০১৯ ২২:৫৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ October ২০১৯ ২২:৫৬

ঢাকা, ১২ অক্টোবর ২০১৯ শনিবার : জাপান প্রবাসী বাংলাদেশীদের যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। আজ ঢাকায় এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।
এতে বলা হয়, জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘হাগিবিস’। চলমান দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মোকাবেলায় জাপান সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বাংলাদেশ দূতাবাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সাথে বিভিন্ন এলাকায় অবস্থিত বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধিবৃন্দের সাথে দূতাবাস নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি।
এরূপ পরিস্থিতিতে দূতাবাস সকলকে জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করার অনুরোধ জানাচ্ছে।
এছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য ইমারজেন্সি ০৮০-৪৪৫৬-১৯৭১, ০৭০-৩২০২৪৪০০, ০৮০-৪০৬৫৬৬০১ নম্বরসমূহ জাপান প্রবাসী ভাইবোনদের জন্য খোলা রয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: