odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

করোনা ভাইরাস নিয়ে বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারের সেমিনার আগামী রোববার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ March ২০২০ ২২:৩৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ March ২০২০ ২২:৩৬

 

ঢাকা, ১২ মার্চ, ২০২০  : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আগামী রোববার সকাল ১১টায় ‘করোনা ভাইরাস প্রাদুর্ভাব : চ্যালেঞ্জেস ও কনসার্নস ফর বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিতব্য এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
সভাপতিত্ব করবেন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান।
এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রাক্তন পরিচালক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা অধ্যাপক ড. বে-নজীর আহমেদ। অন্যান্যের মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান সেমিনারে বক্তব্য রাখবেন।



আপনার মূল্যবান মতামত দিন: