odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

২৪ ঘণ্টার মধ্যে রমনা পার্ক খুলে দিতে হাইকোর্টে রিট

ahsanul islam | প্রকাশিত: ৯ September ২০২০ ০৯:৩২

ahsanul islam
প্রকাশিত: ৯ September ২০২০ ০৯:৩২

২৪ ঘণ্টার মধ্যে রমনা পার্ক খুলে দিতে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টারঃ জনসাধারণের হাটার জন্য রাজধানীর রমনা পার্ক ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ ৮ সেপ্টেম্বর  মঙ্গলবার এ রিট আবেদন দাখিল করেন। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেনের ওপর  আজ ৯ সেপ্টেম্বর বুধবার শুনানি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

গণপূর্ত সচিবকে বিবাদী করে দাখিল করা এ রিট আবেদনে রমনা পার্ক বন্ধ রাখার সিন্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। পার্কটি জনসাধারণের জন্য খুলে দিতে গত ৬ সেপ্টেম্বর গণপূর্ত সচিবকে আইনি নোটিশ পাঠান ওই আইনজীবী। কিন্তু নোটিশের জবাব না পেয়ে এ রিট আবেদন দাখিল করেন তিনি।

অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের জানান, মুঘল সম্রাট জাহাঙ্গীর ১৬১০ সালে রমনা পাক তৈরি করেন। এরপর থেকে কখনো এ পার্কটি বন্ধ হয়নি। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে রমনা পার্ক বন্ধ রাখা হয়েছে। পার্কটি বন্ধ রাখায় জনগণের চলাফেরা করার অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। যা সংবিধানের ৩৬ অনুচ্ছেদের পরিপন্থী।

 


আপনার মূল্যবান মতামত দিন: