odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি, অব্যাহত থাকবে অ্যাসাইনমেন্টসহ শিক্ষা কার্যক্রম

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ November ২০২০ ০০:৪২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ November ২০২০ ০০:৪২

 

 

ঢাকা, ১২ নভেম্বর, ২০২০ : করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এই সময়ে সংসদ টেলিভিশনের মাধ্যমে প্রচারিত শ্রেণি কার্যক্রম, অনলাইন শিক্ষা এবং অ্যাসাইনমেন্ট মূল্যায়ন অব্যাহত থাকবে।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, শিক্ষা কার্যক্রমের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অনলাইনে অথবা সরাসরি যোগাযোগ অব্যাহত থাকবে।
করোনা ভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি কয়েক দফায় বাড়িয়ে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে এই ছুটি আবারও ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।



আপনার মূল্যবান মতামত দিন: