odhikarpatra@gmail.com ঢাকা | শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

মুন্সীগঞ্জ সদর পৌর সভায় নির্বাচনে পুনরায় মেয়র নির্বাচিত হলেন বিপ্লব।

ahsanul islam | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২১ ০৪:০৭

ahsanul islam
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২১ ০৪:০৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

দুই একটি ছোট অনাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সুন্দর ভাবে মুন্সীগঞ্জ সদর পৌরসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। মুন্সীগঞ্জ সরদ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব নৌকা প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম ধানের শীষ প্রতীক এর চেয়ে ১০ গুণ বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পৌরসভা নির্বাচনে মোট পাঁচ জন প্রার্থী মেযর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল হক বেসরকারীভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন।

শনিবার ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব নৌকা প্রতীকে ২৭ হাজার ২৭৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে ২ হাজার ৬০৪ ভোট পান।

পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে খায়রুল ইসলাম ২নং ওয়ার্ডে মু, সোহেল রানা রানু, ৩নং ওয়ার্ডে মকবুল হোসেন, ৪ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ৫ নং ওয়ার্ডে মতিউর রহমান স্বপন ৬ নং ওয়ার্ডে আবু সাত্তার মুন্সী,৭ নং ওয়ার্ডে শফিকুল হাসান তুষার,৮ নং ওয়ার্ডে আওলাদ হোসেন এবং ৯ নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন সাগর নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে নার্গিস আক্তার, ৪,৫,৬ নং ওয়ার্ডে পারভীন আক্তার, ৭,৮,৯ নং ওয়ার্ডে রুমা বেগম নির্বাচিত হয়েছেন। এ পৌরসভায় মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পৌরসভায় ৯ টি ওয়ার্ডে ২৫ টি ভোট কেন্দ্রে ও ১৫০ টি বুথে ব্যালটের মাধ্যেমে ভোটগ্রহণ হয়। এ পৌরসভায় মোট ভোটার ৫৩ হাজার ৩৭৪ জন।

পৌরসভার সর্বকনিষ্ঠ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ৯নং ওয়ার্ডের সাজ্জাদ হোসেন সাগর।

 



আপনার মূল্যবান মতামত দিন: