odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

করোনায় গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪ জন

odhikarpatra | প্রকাশিত: ৩১ May ২০২২ ০৬:০৩

odhikarpatra
প্রকাশিত: ৩১ May ২০২২ ০৬:০৩

 করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজন মারা গেছেন। আজ নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৪০ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। 

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
এতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪ জন। শনাক্তের হার দশমিক ৬৩ শতাংশ। আগের দিন ৫ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪০ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৮৪ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ১৮ হাজার ২৭২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৪৮১ জন।
এদিকে, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৩১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৪ জন। শনাক্তের হার দশমিক ৮৫ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৫৮ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৬৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৫৯১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: