odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫

গত ২৪ ঘন্টায় করোনায় দুইজনের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ২ September ২০২২ ০৪:৩২

odhikarpatra
প্রকাশিত: ২ September ২০২২ ০৪:৩২

 দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রন্ত হয়ে দুইজন মারা গেছেন। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ২৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ২০ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৬ শতাংশে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 
আগের দিন এই রোগে আক্রান্ত হয়ে একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩ হাজার ৯৫৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২১৪ জন। 
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ৬৭৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১২ হাজার ১৬২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৭১৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৪ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬৭ জন। শনাক্তের হার ৬ দশমিক ৮০ শতাংশ



আপনার মূল্যবান মতামত দিন: