odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ৬ October ২০২২ ০৭:২০

odhikarpatra
প্রকাশিত: ৬ October ২০২২ ০৭:২০

সারাদেশে  গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৬৩ জন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৪ জন। এরমধ্যে ঢাকায় ২৭০ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৭৪ জন ভর্তি হয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ১৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৬০১ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৫৫৫ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১৮ হাজার ৬৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৪ হাজার ১২৯ এবং ঢাকার বাইরে ৪ হাজার ৫১৭ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪২৭ জন। এর মধ্যে ঢাকায় ১২ হাজার ৪৯৭ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৩ হাজার ৯৩০ জন।



আপনার মূল্যবান মতামত দিন: