odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

মালয়েশিয়ায় নতুন করে ৫৮৩ জন করোনায় আক্রান্ত

odhikarpatra | প্রকাশিত: ১ January ২০২৩ ০৯:১৫

odhikarpatra
প্রকাশিত: ১ January ২০২৩ ০৯:১৫

কুয়ালালামপুর, ৩১ ডিসেম্বর, ২০২২ : মালয়েশিয়ায় শুক্রবার মধ্যরাত পর্যন্ত নতুন করে ৫৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ২৬ হাজার ১৬৪ জন। দেশটিতে করোনায় নতুন করে একজন মারা গেছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৮৫২ জন। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ কথা জানা গেছে। খবর সিনহুয়ার। সূত্র মতে, নতুন করে ৯৩০ জন সুস্থ হয়েছে। এ নিয়ে করোনা থেকে মোট সুস্থ হয়েছে ৪৯ লাখ ৭৬ হাজার ৯৯০ জন। বর্তমানে অসুস্থ রয়েছেন ১২ হাজার ৩২২ জন। মালয়েশিয়ায় শুক্রবার ৩,২৯১ জনকে করোনার টিকা দেয়া হয়েছে। দেশটিতে টিকার অন্তত এক ডোজ পেয়েছে ৮৬.১ শতাংশ লোক। মোট জনসংখ্যার ৮৪.৩ শতাংশ টিকার পুরো ডোজই গ্রহণ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: