odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা শুরু ২৩ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২০ August ২০১৭ ২০:৩৬

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২০ August ২০১৭ ২০:৩৬

 

আগামী ২৩ আগস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ৪র্থ বর্ষ অনার্র্র্স পরীক্ষা শুরু হবে। ওইদিন বেলা দেড়টা থেকে শুরু হবে এ পরীক্ষা। সারাদেশের ৪৬৩টি কলেজের ১৬৬টি কেন্দ্রে সর্বমোট ১লাখ ২৪ হাজার ৯৪৯ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করবে। রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করছে।



আপনার মূল্যবান মতামত দিন: