odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

চবির শাটলে যুবকের মর্মান্তিক মৃত্যু

সোহেল রানা, চবি প্রতিনিধি | প্রকাশিত: ১ June ২০২৩ ০১:৩১

সোহেল রানা, চবি প্রতিনিধি
প্রকাশিত: ১ June ২০২৩ ০১:৩১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটলে কাটা পড়ে হাত বিচ্ছিন্ন হওয়ার পর মারা গেছেন এক যুবক। বুধবার দুপুর ২টার দিকে চৌধুরীহাট স্টেশনে এ ঘটনা ঘটে।যুবকের নাম ইয়াছিন (৩০) সে হাটহাজারী উপজেলার ফতেপুর পাহাড়িকা আবাসিকের অধিবাসি।


ইয়াছিন বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে ট্রেনে ওঠেন । ট্রেন চৌধুরীহাট স্টেশনে থামলে তিনি নেমে যান। পরে দুই বগির সংযোগস্থলের ওপরে ওঠার চেষ্টা করেন। কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। এসময় ট্রেনে কাটা পড়ে তার বাম হাত কনুই পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়।পরে স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় প্রথমে ফতেয়াবাদ ক্লিনিকে ও পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। মরদেহ চমেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: