odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

চবি ছাত্রলীগের সংঘর্ষকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন

সোহেল রানা, চবি প্রতিনিধি | প্রকাশিত: ৩ June ২০২৩ ০২:৪৬

সোহেল রানা, চবি প্রতিনিধি
প্রকাশিত: ৩ June ২০২৩ ০২:৪৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দুইটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রত্যেক তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (২ জুন) এক সংবাদ সম্মেলনে এসব বিষয় নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার।

বিশ্ববিদ্যালয়ের ঢাকা হোটেলে খাবার টেবিলে বসাকে কেন্দ্র করে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের দুটি উপগ্রুপ সিক্সটি নাইন ও সিএফসি। এসব ঘটনায় তিন সদস্যরের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিতে আহবায়ক হিসেবে আছেন আলাওল হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম, সদস্য হিসেবে আছেন অধ্যাপক নির্মল কুমার শাহা প্রভোস্ট শাহ আমানত হল, সদস্য সচিব হিসেবে সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ রোমান।

রাতের ঘটনার মিমাংসা না হলে বৃহস্পতিবার দুপুরে আবারো সংঘর্ষে জড়ায় গ্রুপের নেতাকর্মীরা। এ ঘটনায়ও তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ। এখানে আহবায়ক অধ্যাপক ড. দানেশ মিয়া প্রভোস্ট আব্দুর বর হল, সদস্য অধ্যাপক জামাল উদ্দিন প্রভোস্ট শাহজালাল হল এবং সদস্য সচিব সহকারী প্রক্টর মোর্শেদুল আলম।


এসব কমিটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, আমরা পৃথক দুইটি ঘটনার জন্য আলাদা আলাদা ২টি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবেন। প্রতিবেদন সাপেক্ষে আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: