odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

এক শ্রেণির দুই শাখার ক্লাস একসঙ্গে পরিচালনা করা যাবে না

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৪ July ২০২৩ ০২:০৪

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৪ July ২০২৩ ০২:০৪

ডেক্স নিউজ :

একই শ্রেণির একাধিক শাখার শিক্ষার্থীদের একসঙ্গে শ্রেণি পাঠদান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

আজ রবিবার (২৩ জুলাই) প্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করা হয়।  এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন মাধ্যমিক স্তরের কোনও কোনও শিক্ষা প্রতিষ্ঠানে একই শ্রেণির একাধিক শাখার শিক্ষার্থীদের একইসঙ্গে এক কক্ষে এনে শ্রেণি পাঠদান করানো হচ্ছে বলে শোনা যাচ্ছে। এতে স্বাভাবিক শ্রেণি পাঠদান বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায়, নতুন কারিকুলাম যথাযথ বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শাখার শিক্ষার্থীদের স্ব স্ব শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতি জরুরি।

অধিদফতরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা আদেশে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষক, সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ/প্রধান শিক্ষক, বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: