odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

এক মাসের ব্যবধানে ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে ৬ গুন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩১ July ২০২৩ ১৫:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ July ২০২৩ ১৫:৪৬

এক মাসের ব্যবধানে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা প্রায় ছয় গুণ বেড়েছে। গত জুন মাসে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়। চলতি জুলাই মাসে গত রবিবার পর্যন্ত ২০০ জনের মৃত্যু হয়। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গতকাল সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত আটজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুর জীবাণু নিয়ে হাসপাতালে ভর্তি হয় দুই হাজার ৭৩১ জন, যা এখন পর্যন্ত এক দিনে হাসপাতালে সর্বোচ্চ ভর্তি। এর আগে গত ২৬ জুলাই এক দিনে সর্বোচ্চ দুই হাজার ৬৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। ওই দিন মৃত্যু হয় ১৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, নতুন রোগীদের নিয়ে চলতি মাসে ৪১ হাজার ১৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগের জুন মাসে হাসপাতালে ভর্তি হয়েছিল পাঁচ হাজার ৯৫৬ জন। মৃত্যু হয় ৩৪ জনের। অর্থাৎ এক মাসের ব্যবধানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে ৬.৯১ শতাংশ। মৃত্যু বেড়েছে ৫.৮৮ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: