odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

র‍্যাগিং দিলে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার : জবির ভারপ্রাপ্ত উপাচার্য

জবি প্রতিনিধি | প্রকাশিত: ১৮ September ২০২৩ ০৪:৪২

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮ September ২০২৩ ০৪:৪২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের র‍্যাগিং থেকে দূরে থাকতে বলেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. কামাল উদ্দীন আহমদ। তিনি বলেছেন, কেউ যদি বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীকে র‍্যাগিং দিয়ে থাকে এবং তা যদি প্রমাণিত হয় তাহলে বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেছেন তিনি।

আজ রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ও অগ্রায়ণ’ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য এসব কথা বলেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ মো. নিসতার জাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো বক্তব্য দেন আজকের পত্রিকার সম্পাদক ও সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক মো. গোলাম রহমান, কালের কণ্ঠ’র সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবুল হোসেন প্রমূখ। 



আপনার মূল্যবান মতামত দিন: