ঢাকা | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

ঢাবি অধ্যাপককে সাদা কাপড়ের টুকরা পাঠাল দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূইয়াকে চিঠির খামে ‘সাদা কাপড়ের টুকরা’ পাঠিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার এই অধ্যাপকের নামে ইনস্টিটিউটের ঠিকানায় এই চিঠি আসে। 

এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন অধ্যাপক নিজামুল। ডায়েরিতে সাদা কাপড়ের টুকরা ছাড়াও ‘বিভিন্ন শিরোনামে’ লেখা কয়েকটি কাগজও পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

ডায়েরিতে বলা হয়, গত মঙ্গলবার সকালে ইনস্টিটিউটে চিঠিটি আসে। বিকেলে ইনস্টিটিউটের অফিস স্টাফ ইমরান হোসেন চিঠিটি অধ্যাপক নিজামুলের হাতে দেন। বিভাগের সহকর্মী সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের উপস্থিতিতে চিঠির খামটি খোলেন তিনি। খামের মধ্যে এক টুকরা সাদা কাপড় এবং আলাদা কাগজে অশ্লীল কয়েকটি বাক্য ও বঙ্গবন্ধু সম্পর্কে একটি লেখাও ছিল।

এ বিষয়ে অধ্যাপক নিজামুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে আইনি সহায়তার জন্য ডায়েরি লেখান। 



আপনার মূল্যবান মতামত দিন: