odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

নভেম্বরেই বার্ষিক পরীক্ষা, শঙ্কায় শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ November ২০২৩ ১২:১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ November ২০২৩ ১২:১৯

সারা দেশের প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও মূল্যায়ন চলতি নভেম্বর মাসের মধ্যে সম্পন্ন হবে।

দেশজুড়ে চলমান বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে  নাশকতার আশঙ্কায় বিভাগীয় শহর ও প্রধান সড়কগুলোর পাশে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

এ ব্যাপারে গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, ‘নভেম্বর মাসের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। আমরা সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছি।’



আপনার মূল্যবান মতামত দিন: