odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

মির্জা ফখরুলের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ December ২০২৩ ১৪:৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ December ২০২৩ ১৪:৪৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় ফখরুলের জামিন চেয়ে তাঁর পক্ষে আইনজীবীরা আজ রবিবার বিচারপতি মো. সেলিম ও শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদন জমা দিয়েছেন। 

ফখরুলের আইনজীবী সগীর হোসেন লিয়ন বলেন, আবেদন হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়েছে। শুনানির জন্য আগামীকাল সোমবার কার্যতালিকায় থাকবে।

এর আগে গত ২২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এ মামলায় বিএনপি মহাসচিবের জামিন আবেদন নামঞ্জুর করেন। গত ২৯ অক্টোবর রমনা মডেল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হন মির্জা ফখরুল।



আপনার মূল্যবান মতামত দিন: