odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

বিএনপি ও টিআইবি একই সুরে কথা বলছে: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ December ২০২৩ ১৪:৩০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ December ২০২৩ ১৪:৩০

নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি ও টিআইবি একই সুরে কথা বলছে। টিআইবি কি বিএনপির শাখা সংগঠন?’

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে কাদের এসব কথা বলেন। এ সময় তিনি গত ৩০ নভেম্বর টিআইবির সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের বক্তব্য উদ্ধৃত করেন।

ইফতেখারুজ্জামানের বক্তব্য পড়ে শুনিয়ে কাদের বলেন, ‘আমরা টিআইবির বাংলাদেশ শাখাকে জিজ্ঞেস করতে চাই, ২৮টি নিবন্ধিত দল অংশ নিচ্ছে। বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এর অর্থটা কী। টিআইবি কি বিএনপির শাখা সংগঠন? একই সুরে কথা বলছে।’



আপনার মূল্যবান মতামত দিন: