odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

গাজার শরণার্থী শিবিরে ‘গণহত্যা’ চালাল ইসরায়েল : নিহত অন্তত ৭০

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ December ২০২৩ ১০:২০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ December ২০২৩ ১০:২০

এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে অবস্থিত আল-মাগাজি শরণার্থী শিবিরে গণহত্যা চালাল ইসরায়েল। সেখানে ভয়াবহ বিমান হামলা চালিয়ে অন্তত ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হামলায় আহত হয়েছে আরও বহু মানুষ।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা।

রবিবার গভীর রাতে তিনি বলেন, “আল-মাগাজি ক্যাম্পের জনাকীর্ণ আবাসিক চত্বরে যা সংঘটিত হচ্ছে তা আসলে গণহত্যা। ”

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এই বর্বর হামলায় বহু মানুষ হতাহতের পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘরও ধ্বংস হয়ে গেছে। হামলার পর সেখানকার মানুষ বেঁচে যাওয়া লোকদের খুঁজে বের করার চেষ্টায় ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি করছে।

সূত্র: আল জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: