odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

গাজায় একদিনে আরও ২০০ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ December ২০২৩ ১৯:১৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ December ২০২৩ ১৯:১৬

ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় হত্যা করা হয়েছে আরো ২০০ ফিলিস্তিনিকে। এর ফলে উপত্যকায় মোট নিহতের সংখ্যা দাড়িয়েছে ২১ হাজার ৫০৭ জনে।

শনিবার ভোরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

যুদ্ধের সংবাদ সংগ্রহের জন্য বর্তমানে গাজায় অবস্থানরত সাংবাদিকরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস, উত্তরাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবির এবং গাজার মধ্যাঞ্চলে ব্যাপক গুলি ও গোলা নিক্ষেপ করেছে ইসরাইলের স্থল বাহিনী। পাশাপাশি বোমা বর্ষণ করেছে বিমান বাহিনীও।

ডিসেম্বরের শুরুর দিকেই খান ইউনিস দখল করেছিল ইসরাইলি সেনারা। সেখান থেকেই সর্বশেষ অভিযানটি পরিচালনা করা হয়েছে।

সূত্র: দ্যা গার্ডিয়ান 



আপনার মূল্যবান মতামত দিন: