odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ January ২০২৪ ১০:৩১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১ January ২০২৪ ১০:৩১

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজই ডেভিড ওয়ার্নারের ক্যারিয়ারের শেষ সিরিজ। সিডনি টেস্ট খেলেই সাদা পোশাক তুলে রাখবেন বলে জানিয়েছিলেন। তার আগেই সীমিত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার জার্সিতে আর দেখা যাবে না তাকে। সিডনিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

সোমবার (১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ওয়ার্নার জানান, তিনি আর দেশের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলবেন না। টেস্ট থেকেও আগেই বিদায়ের ঘোষণা দিয়েছেন। ফলে এখন শুধু টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জার্সিতে দেখা যাবে তাকে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চাইলে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন বলে জানিয়েছেন ওয়ার্নার।



আপনার মূল্যবান মতামত দিন: